বই দেওয়ার নোটিশ
আস্সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ্
সম্মানিত অভিভাবকদের অবগতির জন্য জানানো যা”েছ যে, আগামী ১১ জানুয়ারী (বৃহস্পতিবার) মারকাযুল ফুরকান শিক্ষা পরিবারের সকল শাখার ২০২৪ সালের বই বিতরণ করা হবে ইনশাআল্লাহ।
সময়সূচী
শাখা সময় ভবন
স্কুল শাখা ৯টা থেকে ১০টা ৪নং ভবন [২য় ফ্লোর]
বালিকা শাখা ১১টা থেকে ১২টা ৪নং ভবন [২য় ফ্লোর]
বালক শাখা ২টা থেকে ৩টা ৪নং ভবন [২য় ফ্লোর]
বি.দ্র.:
১। ভর্তি স্লিপ ব্যতীত বই দেওয়া হবে না।
২। প্লে থেকে কেজি- বই এর জন্য নিদিষ্ট মূল্য দিয়ে ১নং ভবন (স্কুল শাখা থেকে সংগ্রহ করতে হবে।
৩। ১৩ জানুয়ারী (শনিবার) উদ্বোধনী ক্লাস শুরু হবে ইনশাআল্লাহ।